মাদারীপুরে বিসিক শিল্প নগরীর চালের আড়তে ডাকাতি
মাদারীপুর শহরের প্রাণ কেন্দ্র বিসিক শিল্প নগরীর চারটি চালের আড়তে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় আড়তের ভেতর থেকে প্রায় ৪শ বস্তা চাল ডাকাতরা লুট করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ও জেলার গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, রাতে ট্রাকযোগে মুখোশধারী ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত শিল্প নগরীর পাহারাদার কালাম সরদারের হাত-পা বেঁধে মারধর করে। পরে বিভিন্ন চালের আড়তের তালা ভেঙে আব্দুর রশিদ বেপারীর আড়তের ২৫০ বস্তা, গনেশ বনিকের আড়তের ১০ বস্তা, আব্দুর রশিদ কাজীর আড়তের ১শ বস্তা ও শাহালম মোল্লার আড়তের ৩০ বস্তা চাল লুট করে নিয়ে যান। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মাদারীপুর সদর থানা পুলিশের ইনচার্জ জিয়াউল মোর্শেদ জাগো নিউজকে জানান, বিসিক শিল্প নগরীর চারটি চালের অাড়তের চাল আনলোডের কথা বলে চারশত বস্তা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।
এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর