ছোট ভাইয়ের পর এবার করোনায় চলে গেলেন পবা উপজেলা চেয়ারম্যান
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনসুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চিকিৎসাধীন অবস্থায় রোববার (২২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।
করোনা শনাক্তের পর বৃহস্পতিবার তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে নেয়া হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রয়াত মুনসুর রহমান পবা উপজেলার নওহাটা পৌরসভার শ্রীপুর মহল্লার হামিদ সরকারের ছেলে। দুই মাস আগে মুনসুর রহমানের ছোট ভাই আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
দীর্ঘদিন ধরেই মনসুর রহমান আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ছিলেন।
তার গ্রামের বাড়িতে মরদেহ দাফনের কথা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান।
ফেরদৌস সিদ্দিকী/এসআর/পিআর