ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে সিভিল সার্জনের কাছে সর্বহারা পার্টির চাঁদা দাবি

প্রকাশিত: ০২:৫১ এএম, ১০ নভেম্বর ২০১৫

বান্দরবানে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের কাছ থেকে সর্বহারা পার্টি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। সোমবার বান্দরবান সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. উদয় শংকর চাকমার কাছ থেকে মোবাইল ফোনে এই চাঁদা দাবি করা হয়।
 
সিভিল র্সাজন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সর্বহারা পার্টি নেতা মেজর জিয়া উদ্দিন পরিচয়ে মোবাইল ফোনে সার্জনকে সারা দেশের কারাগারে তাদের অনেক নেতা-কর্মী বন্দি রয়েছেন জানান। তাদের মুক্ত করতে দুই কোটি টাকার প্রয়োজন। পরে বান্দরবান কারাগারে বন্দি থাকা তাদের নেতা-কর্মীদের মুক্ত করতে সিভিল সার্জনের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা ধার্য করা হয়েছে।
 
বান্দরবান সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. উদয় শংকর চাকমা জাগো নিউজকে জানান, সর্বহারা পার্টি নেতা পরিচয়ে মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ ব্যাপারে নিকটস্থ থানায় জিডি করা হয়েছে।
 
এদিকে, বান্দরবান বাজারের ওষুধের দোকান বাসন্তি এন্টারপ্রাইজের সত্বাধিকারী উত্তম কুমার দাশের কাছ থেকেও রোববার রাতে একই নম্বর থেকে চাঁদা দাবি করা হয়।
 
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ জাগো নিউজকে জানান, সর্বহারা পার্টির পরিচয় দিয়ে চাঁদা দাবি করার ঘটনায় থানায় জিডি হওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। হুমকিদাতাকে সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।  

সৈকত দাশ/এমজেড/এমএস