স্বাস্থ্যবিধি না মানায় খাগড়াছড়িতে ১৮৯ জনের জরিমানা
স্বাস্থ্যবিধি না মানায় খাগড়াছড়িতে ১৮৯ জনের জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।
‘আগামীকাল থেকে জেলায় মাস্কবিহীন ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যামাণ আদালত বিশেষ অভিযান শুরু করবে। দয়া করে মাস্ক পরিধান করুন।’ এমন ঘোষণার পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্য মতে, করোনা সংক্রমণ রোধে জেলাজুড়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরার অপরাধে খাগড়াছড়ি জেলা সদরে ৪২, পানছড়িতে ১৫, মানিকছড়িতে ২০, মাটিরাঙ্গায় ২০, রামগড়ে ২৮, গুইমারায় ১৮, লক্ষ্মীছড়িতে ১১, মহালছড়িতে ১৯ ও দীঘিনালায় ১৬ জনকে জরিমানা করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে। মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/এমকেএইচ