ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুলিয়া-ধামরাইয়ে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৭ নভেম্বর ২০২০

মাস্ক না পরে বাইরে বের হয়ে সরকারি আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সাভার ও ধামরাই উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার ধামরাই বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান পিন্স। পলাশবাড়ী এলাকায় এটি পরিচালিত হয়।

মাস্ক না পরার অভিযোগে ধামরাইয়ে ১৯ জনকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। মোট ছয় হাজার ৭০০ টাকা জরিমানার অর্থ আদায় করেন আদালত। এ সময় দোকানদার ও গ্রাহকদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।

savar0

আশুলিয়ায় ছয়জনকে ২০০ টাকা করে মোট এক হাজার ২০০ টাকা জরিমানা এবং সমুদয় অর্থ আদায় করা হয়। এ সময় ২০০ মাস্ক বিতরণ করা হয়।

সহকারী কমিশনার অন্তরা হালদার এ বিষয়ে জানান, করোনার দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন। জেলার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এটি অব্যাহত থাকবে।

আল-মামুন/এমএস