ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বকেয়া বেতনের দাবিতে চলা শ্রমিকদের কর্মবিরতিতে হামলা, আহত ১০

সাভার | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৬ নভেম্বর ২০২০

ঢাকার ধামরাইয়ে ওডিসি ক্রাফট লিমিটেড নামের এক পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালনকালে হামলার শিকার হয়েছেন শ্রমিকরা। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় কারখানার ভেতরে প্রায় এক হাজার শ্রমিক কর্মবিরতি শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক অপারেটর বলেন, ১৫ নভেম্বর বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। তা না দিয়ে আজকে দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। আজ এসে বেতনের কথা বললে তারা জানায় ২৫ নভেম্বর দেয়া হবে। এ কারণে কর্মবিরতি শুরু করি। এক পর্যায়ে কারখানার স্টাফরা সেখান থেকে আমাদের সরিয়ে দিতে চায়। আমরা না সরলে হামলা চালায়।

কারখানার আরেক শ্রমিক বলেন, এক বছর ধরে এখানে কাজ করছি। প্রায় প্রতিমাসেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেতন দেয় কর্তৃপক্ষ। এ মাসে দুইবার ঘুরালে আমরা প্রতিবাদ জানাই। এরপর কারখানার লোকজন আমাদের ওপর হামলা করে। তারা হ্যাঙ্গার, চেয়ার দিয়ে আঘাত ও কিল ঘুষি মারতে থাকে। পরে আমরা কারখানার সামনে বিক্ষোভ করি।

শিল্প পুলিশ জানায়, অক্টোবর মাসের বেতনের দাবিতে সকাল থেকে কর্মবিরতি করছে ওডিসি ক্রাফট লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। তবে মালিকপক্ষ জানিয়েছে ব্যাংক সংক্রান্ত অডিটের কারণে অর্থ ছাড়ে দেরি হওয়ায় তারা বেতন দিতে পারেনি। আগামী সপ্তাহে অডিট শেষ হলেই বেতন পরিশোধ করবে।

jagonews24

এ প্রসঙ্গে সাভারের শিল্পাঞ্চল পুলিশের এএসপি হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে। তবে মারধরের বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

ওডিসি ক্রাফট লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার আমিনুর রহমান আমিন বলেন, আমরা প্রতিমাসেই বেতন পরিশোধ করি। এ মাসে অডিট কাজের জন্য দেরি হচ্ছে। আগামী সপ্তাহেই বেতন পরিশোধ করা হবে।

মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাউকে কিছু বলিনি। তারা নিজেরা নিজেরাই এমন করেছে।

আল-মামুন/এএইচ/এমকেএইচ