ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা জয় করেই হবিগঞ্জে ছুটে গেলেন এমপি

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৬ নভেম্বর ২০২০

করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ১৯ দিন পর ঢাকা থেকে হবিগঞ্জে ফিরেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সুদীপ দাস।

এর আগে কোভিড-১৯ পরীক্ষার ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসায় গত ৩ নভেম্বর এমপি আবু জাহিরকে সম্মিলিত সামারিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ন্যাম ভবনের বাসায় স্থানান্তর করা হয়।

গত ৬ নভেম্বর পুনরায় করোনা পরীক্ষা করা হলে তখনও কোভিড-১৯ নেগেটিভ আসায় ৮ নভেম্বর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেন।

রোববার জাতির পিতার জন্মশতবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অধিবেশনের সমাপ্তি ঘটে। পরে সংসদ ভবন থেকে বেরিয়ে সরাসরি হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এমপি আবু জাহির।

প্রসঙ্গত, এমপি আবু জাহির করোনা ভাইরাস পরীক্ষার জন্য গত ২৫ অক্টোবর নমুনা দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়।

রিয়াদ/এফএ/জেআইএম