ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছিনতাই নিয়ে ফেসবুকে প্রতিবাদ, একদিনে ২৫ ছিনতাইকারী আটক

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৫ নভেম্বর ২০২০

ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শামিম মিয়া (৩৮), খলিল মিয়া (৩০) সাদ্দা হোসেন (২০), মানিক (৩০), রোমন মিয়া (২৭)), সাজু মিয়া (৩৫), এরশাদ মিয়া (২৬), জাকিরুল আলম (৩৫) তারেক মিয়া (৩৪), মো. জুয়েল মিয়া (৩৫), মোঃ আল আমিন (৩২), মেহেদী হাসান সাগর (২২), মো. ইসব আলী(২৫), মো. শাকিল আহম্মেদ (৩০), মো. দেলোয়ার হোসেন (৩০), আরিফুল ইসলাম মনির (২০), লিমন মিয়া (৩৫), মো. সোহেল (৪০) ও মো. বিল্লাল হোসেন (২৫)।

সম্প্রতি ময়মনসিংহ নগরীর পাটগুদাম, ব্রিজ মোড়, চরপাড়া, পাদ্রী মিশন রোড, বলাশপুর, পলিটেকনিক এলাকা, মাসকান্দা, জিলা স্কুলের আশপাশ, টাউন হল মোড়ের আশপাশ, কাচিঝুলি, চামড়াগুদাম ও র্যালি মোড় এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধারণ মানুষ প্রতিবাদ করলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে।

jagonews24

এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশের ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, যাদের আটক করা হয়েছে তারা সবাই চিহ্নিত ছিনতাইকারী। এরা প্রত্যেকেই একাধিকবার জেল খেটেছে। পুলিশ অভিযান চালিয়ে চোরসহ ১৫ জন ছিনতাকারীকে আটক করেছে। মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে আটক করেছে। পরে সংশ্লিষ্ট থানায় মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা প্রত্যেকেই একাধিক মামলার আসামি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, চুরি, ছিনতাই, মাদক নির্মূলে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। সম্প্রতি নগরীর পাটগুদাম, গাঙ্গিনারপাড়, চরপাড়াসহ বেশ কিছু পয়েন্টে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পুলিশ সুপারের নির্দেশে ছিনতাইকারীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলছে। শনিবার সারারাত অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে ২৫ জন ছিনতাইকারীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/আরএআর/এমকেএইচ