চার শতাধিক যাত্রী নিয়ে ডুবোচরে ঢাকাগামী লঞ্চ আটকা
পটুয়াখালীতে ঢাকাগামী ডাবল ডেকার এমভি এ আর খান-১ নামে একটি লঞ্চ চার শতাধিক যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পটুয়াখালীর কারখানা নদীতে এ ঘটনা ঘটে। পরে সোয়া ৯টার দিকে নদীতে জোয়ার আসলে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এমভি এ আর খান-১ লঞ্চের যাত্রী মেহেদী হাসান সুমন বলেন, লঞ্চটি সন্ধ্যা ৬টায় পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। পথে চরগৌরব্দী লঞ্চঘাট ত্যাগ করে ঘোরার সময় ডুবোচরে লঞ্চটি আটকা যায়।
পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান জানান, নাব্য সঙ্কটের কারণে লঞ্চটি ডুবোচরে আটকে যায়। পরে রাত সোয়া ৯টার দিকে নদীতে জোয়ার আসলে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি বলেও তিনি জানান।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম