মুক্তির স্বাদ পেল ১৮টি পাখি
বাংলাদেশে দিনে দিনে বিপন্ন হচ্ছে অনেক প্রজাতির পাখি। গবেষকরা বলছেন এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম পাখি দেখবে ছবিতে। আর তাই সরকার জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ঘোষণা দেয়া হয়েছে পুরস্কারেরও।
এরইমধ্যে পাখি রক্ষায় উদ্যোগ নিয়েছে মৌলভীবাজারের স্থানীয় প্রশাসন। মৌলভীবাজার পুলিশ সচেতনতা সৃষ্টির পাশাপাশি পাখি শিকারিদের ওপর নজর রাখছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় ১৮টি বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত করা হয়েছে।
পাখিগুলো বুধবার বিকেলে শহরতলীর গোবিন্দশ্রী এলাকা থেকে বিক্রেতার কাছ থেকে উদ্ধার করেন মডেল থানার এসআই তোফাজ্জল হোসেন।
তিনি জানান, শমসেরগঞ্জ থেকে শহর এলাকায় পাখিগুলো বিক্রির জন্য নিয়ে আসছিলেন এক শিকারি। তাকে আটক করতে চাইলে বয়স বিবেচনায় স্থানীয় মানুষ ক্ষমা করে দেয়ার জন্য অনুরোধ করেন। তিনিও ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে কথা দেন। পরে পাখিগুলো থানায় নিয়ে আসেন এবং অবমুক্ত করা হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিমল দেব জানান, পাখিসহ বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে পুলিশ সচেতন রয়েছে। সাধারণ জনগণকে এ বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করার অনুরোধ করছি।
রিপন দে/এফএ/পিআর