মানুষের সেবা যে করবে সেই টিকে থাকবে : চুমকি
যে নেতা রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করবে সেই টিকে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
তিনি বলেন, ভালো সংগঠক হয়ে সংগঠন তৈরি করতে হবে। কারণ সংগঠনই নেতা তৈরি করে আবার সংগঠনই নেতাকে এগিয়ে নিয়ে যায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী সভায় তিনি এ কথা বলেন।
চুমকি বলেন, আমরা এখন একটি মহামারির মধ্য দিয়ে যাচ্ছি। যুবলীগের মূল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো এবং রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা। যেখানে অন্যায়-অবিচার, অত্যাচার-নির্যাতন সেখানেই প্রতিবাদে যুবলীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এসএম আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ।
উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-আওয়ামী লীগ নেতা অ্যাড. আশরাফী মেহেদী হাসান, এইচএম আবুবকর চৌধুরী, পরিমল চন্দ্র ঘোষ, শরীফুল ইসলাম সরকার তোরণ, অ্যাড. মাকসুদ-উল-আলম, শর্মিলা রোজারিও, এসএম রবিন হোসেন, যুবলীগ নেতা বাদল হোসেন, রেজাউর রহমান আশরাফী খোকন, ছাত্রলীগ নেতা তানভীর মোল্লা, ওয়াহিদ হাসান প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এএইচ/জেআইএম