ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনার দ্বিতীয় ঢেউ : সচেতনতা বাড়াতে রাস্তায় নানা পেশার মানুষ

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১১ নভেম্বর ২০২০

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে জেলা প্রশাসনের আহ্বানে রাস্তায় দাঁড়ালো যশোরের বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর জেলা প্রশাসনের আহ্বানে বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় একযোগে শহরের বিভিন্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহৎ মানববন্ধনটি হয় শহরের প্রাণকেন্দ্র দড়াটানায়।

মানববন্ধনে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, মাস্ক ছাড়া সেবা নয় প্রচারটি সবাইকে জানাতেই মানবন্ধনের আয়োজন করা হয়েছে। যে কোনো সেবা নিতে হলে মাস্ক ব্যবহার করতে হবে।

মিলন রহমান/এএইচ/পিআর