নাগরপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের নাগরপুর সড়কসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। টাঙ্গাইল জেলা অটোরিকশা, টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন বেবিস্ট্যান্ড গোরস্থান মোড় আঞ্চলিক শাখার উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অটোরিকশা, টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনটি বেবিস্ট্যান্ড গোরস্থান মোড় আঞ্চলিক শাখা কার্যালয়ের সামনের সড়কের দুই পাশে প্রায় দুই শতাধিক শ্রমিক নেতৃবৃন্দ অবস্থান নেন।
মানবন্ধন শেষে সড়কটি সংস্কারের দাবিতে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ বাবু উদয় লাল গৌড়, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা ঝান্ডা চাকলাদার, অটোরিকশা, টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন বেবিস্ট্যান্ড গোরস্থান মোড় আঞ্চলিক শাখার সভাপতি হারুন আর রশিদ, কার্যকরী সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোনা মিয়া, যুগ্ম-সম্পাদক সেলিম খান, অটোরিকশা, নাগরপুর শাখা টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিশির খান।
বক্তারা এ সময় দ্রুত টাঙ্গাইল নাগরপুর, গোলচত্বর, বরুহা ও চাকুল্ল্যা সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।
এসএস/পিআর