ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বনের ভেতর ব্যবসায়ীর লাশ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৫ নভেম্বর ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে বন থেকে মোহন আলী নামে এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কালামপুর এলাকায় গজারি বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহন আলী (৩২) সিরাজগঞ্জের শাহজাহানপুর থানার আংদারা গ্রামের চাঁদ আলীর ছেলে। তিনি ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর এলাকায় বাসা ভাড়া থেকে ফল ব্যবসা করতেন।

কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক লুৎফর রহমান বলেন, ওই দিন সকালে স্থানীয় লোকজন উপজেলার কালামর এলাকায় গজারি বনের ভেতর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আমিনুল ইসলাম/এএম/এমকেএইচ