ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এক পরিবারের ২০ মামলায় ছয় পরিবার দিশেহারা

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৪ নভেম্বর ২০২০

নেত্রকোনার খালিয়াজুরীতে এক পরিবারের দায়ের করা ২০টি মামলায় দিশেহারা হয়ে পড়েছে ছয়টি পরিবার। মামলাগুলোকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। বুধবার (৪ নভেম্বর) দুপুরে খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে খালিয়াজুরীর কৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের ছয়টি পরিবারের পক্ষ থেকে ১৩ জন স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন ওই গ্রামের ছামির আলীর ছেলে শাহজাহান মিয়া। এ সময় বক্তব্য দেন জামেনা খাতুন, আবু কালম, মদিনা বেগম ও জুয়েল মিয়া।

বক্তারা বলেন, প্রতিবেশী দেওয়ান আলীর পাঁচ ছেলে জমি দখলকে কেন্দ্র করে বিগত এক যুগে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় ও আদালতে লুট, মারামারি, নারী নির্যাতন, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত অর্ধশত মিথ্যা মামলা করেছেন। এসব মামলার মধ্যে কয়েকটি শেষ হলেও এখনও চলমান রয়েছে ২০টি মামলা।

উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক এ মামলাগুলোতে যাদেরকে আসামি করা হয়েছে তাদের বেশিরভাগই প্রায় দুই যুগ ধরে সেখানে থাকেন না। যারা এলাকায় আছেন তারা কেউই ওই সব অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও দাবি করেন বক্তারা।

খালিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, তিনি থানায় নতুন যোগদান করেছেন। এ বিষয়ে তিনি অবগত নন।

এইচ এম কামাল/আরএআর/এমএস