ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালিয়াকৈরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা : স্বামী পলাতক

প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৮ নভেম্বর ২০১৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা দীঘিরপাড় এলাকায় শনিবার রাতে এক গৃহবধুকে পুড়িয়ে হত্যা চেষ্টা করেছে তার স্বামী। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। গৃহবধুর নাম পলি রানী গুপ্তা ওরফে তপসী দাস (২২)। তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী গ্রামের পরেশ চন্দ্র গুপ্তের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তপসী দাস গত প্রায় ৫-৬ বছর আগে কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী গ্রামের জয় কুমার দাসের ছেলে সঞ্জয় কুমার দাসকে (২৬) ভালোবেসে বিয়ে করেন। সঞ্জয় দীঘিরপাড় এলাকায় হাজী ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতেন। সঞ্জয় চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকার ইকুটেক্স নামের একটি পোশাক কারখানার কোয়ালিটি সেকশনের চাকরি করেন।

পারিবারিক কলহের জের ধরে শনিবার রাত ১০টার দিকে স্বামী সঞ্জয় তার স্ত্রী তপসী দাসের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে সে আগুন আগুন বলে চিৎকার করে ঘরের দরজা খুলে বাইরে এসে পড়ে যায়। এসময় বাড়ির অন্য ভাড়াটিয়ারা পানি দিয়ে আগুন নিভায় এবং তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত ৩ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামী পলাতক রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই নারীর স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

জেডএইচ/পিআর