ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৮ নভেম্বর ২০১৫

মহাসড়কে নিবন্ধনবিহীন তিন চাকার যান চলাচলের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে হবিগঞ্জে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট শুরুর ৯ ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয়া হয়।

জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, সিএনজি অটোরিকশাগুলোতে বিল লাগানো, মহাসড়কে না চলা, তিনজনের বেশি যাত্রী বহন না করা ও ড্রাইভিং সিট ১৮ ইঞ্চি করার দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছিল। এসবের উপর সরকারি নানা বিধি নিষেধও রয়েছে। অথচ তারা এর কিছুই মানছে না। চালকের পাশে তারা অতিরিক্ত দুইজন যাত্রী বহন করে। এসব সমস্যা সমাধানের দাবিতে রোববার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়।

দুপুরে জেলা প্রশাসক সাবিনা আলম সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসেন। এ সময় জেলা প্রাশাসক আগামী এক মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৩টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ