ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতাসহ গ্রেফতার ৬

প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৮ নভেম্বর ২০১৫

সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৬শ’ ৩০ পিস ইয়াবা, ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী এবং বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়ার নের্তৃত্বে শনিবার দিবাগত রাত ৯টা থেকে শুরু হওয়া বিশেষ অভিযান চলে রোববার ভোর ৪টা পর্যন্ত।

অভিযানে অংশ নেয় র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদেস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) সরাফত উল্লাহ জানান, বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজানকে (৩৮) ৫০০ পিস ইয়াবা, মাদক ব্যবসায়ী শরিফকে (২৫) ১শ’ ৩০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায়ী দুলাল বেপারীকে (৫০) ৩ লিটার ফেনসিডিলসহ গ্রেফতার করে।

পুলিশ রাতেই নাশকতাকারী সন্দেহে সিদ্ধিরগঞ্জ থানা ১০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লিয়াকত হোসেন ওরফে লেকুকে (৪০), যুবলীগ নেতা তোফায়েল হোসেন হত্যা চেষ্টা মামলার আসামি শাহিন (২৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি আজিজুর রহমানকে (হেফাজত কর্মী) গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) সরাফত উল্লাহ।

সরাফত উল্লাহ/এসএইচএস/পিআর