ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ভোর থেকে শো-ডাউন!

প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৮ নভেম্বর ২০১৫

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চান জেলা শ্রমীকলীগ সভাপতি মো. বাবুল সরকার। এ দাবিতে স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের দৃষ্টি আকর্ষণ করতে কয়েক হাজার নারী-পুরুষ দিয়ে বড় ধরনের শো-ডাউন করলেন বাবুল। এতে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে বলে বাবুল সমর্থক ও আইন-শৃঙ্খলা বাহিনী দাবি করেছেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার গড়পড়া গ্রামের বাড়ি থেকে রোববার সকাল আটটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তার বাসা থেকে বের হওয়ার রাস্তায় বাবুল সমর্থকরা ভোর থেকেই অবস্থান নেন। রাস্তার দুই পাশে শত শত নারী-পুরুষ হাতে পোস্টার নিয়ে বাবুলের পক্ষে স্লোগান দিতে থাকেন। এসময় অন্তত ১০টি ব্যান্ড পার্টি বাজিয়ে ও মাইকিং করে প্রচারণা চালানো হয়। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে জয়রা সড়কে সবধরনের যানবাহন চলাচল।

বেলা সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জয়রা সড়ক দিয়ে যাওয়ার সময় বাবুল সমর্থকরা স্লোগান দিয়ে তার গাড়ি অনেকটা অবরুদ্ধ করে ফেলে। এসময় সঙ্গে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িতে ফুল ছিটিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানান কর্মী-সমর্থকরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাড়ি থেকেই লোকজনকে হাত নেড়ে অভিভাবধন জানান।

মন্ত্রীর গাড়ি চলে যাওয়ার পর বাবুল সমর্থকরা ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে মানিকগঞ্জ শহরে শো-ডাউন করে। এসময় বাবুল সরকার নিজে উপস্থিত ছিলেন। শ্রমিক নেতা বাবুল সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের আস্থাভাজন হিসেবেও পরিচিতি রয়েছে।

তিন দিন আগে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল ও আওয়ামী লীগের মনোনয়নের দাবিতে শহরে শো-ডাউন করে।
এছাড়া মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় বর্তমান মেয়র মো. রমজান আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিমও রয়েছেন।

বি.এম খোরশেদ/এমজেড/পিআর