ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, দোষ স্বীকার করলেন ইস্রাফিল

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ৩১ অক্টোবর ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার ৪ নম্বর আসামি ইস্রাফিল রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ইস্রাফিলকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, শনিবার বিকেলে রিমান্ড শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ইস্রাফিলকে আদালতে আনেন।

এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোয়েব উদ্দিন খান ১৬৪ ধারায় ইস্রাফিলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়।

২৭ অক্টোবর ইস্রাফিল আদালতে আত্মসমর্পণ করলে পরদিন তদন্ত সংস্থা পিবিআই দুটি মামলায় তার সাতদিনের রিমান্ড চাইলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

প্রসঙ্গত, এ পর্যন্ত মোট নয়জন দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনার মূল পরিকল্পনাকারী দেলোয়ার হোসেন পুলিশি রিমান্ডে রয়েছেন।

মিজানুর রহমান/এএম/জেআইএম