ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে একরাতে ৩ বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৭:৪০ এএম, ০৮ নভেম্বর ২০১৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে শনিবার রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, শনিবার রাত ১২টার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে ইসলামপুর গ্রামের ওষুধ বিক্রেতা বাদলের বাড়িতে হানা দেয়। এসময় তারা ওই বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে ৪৫ হাজার নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

পরে রাত ২টার দিকে ডাকাতদল পার্শ্ববর্তী চকপালপাড়া গ্রামের তাসের আলী বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার এবং মূলবর্গ গ্রামের মুনতাজ খানের বাড়ি থেকে ৪০ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণ নিয়ে যায়।

সিংগাইরের শান্তিপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

বি.এম খোরশেদ/এমজেড/এমএস