ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কসবায় অপহরণ চেষ্টাকালে আটক ৫

প্রকাশিত: ০২:০২ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলমগীর মিয়া (২২) নামে এক যুবককে অপহরণ চেষ্টাকালে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার কুইয়াপানিয়া এলাকা থেকে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটকরা হলো, আমিন মিয়া (২৫), মহসিন সরকার (৩২), রাসেল মিয়া (২০), জুয়েল মিয়া (২০) ও লালন মিয়া (২৫)।

আটককৃত লালন মিয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকার বাসিন্দা। এছাড়া অন্যরা কসবা উপজেলার গোপীনাথপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সন্ধ্যায় গোপীনাথপুর থেকে আলমগীর মিয়াকে সিএনজি যোগে কয়েকজন যুবক অপহরণ করে কসবা উপজেলা সদরের দিকে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা কুইয়াপানিয়া এলাকায় আলমগীর বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে ওই এলাকায় টহলরত বিজিবির চন্ডিদার বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা সিএনজিটিকে আটকের পর আলমগীরকে উদ্ধার করে। এ সময় সিএনজি চালকসহ পাঁচ যুবককে আটক করা হয়।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আটকদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি