ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুকুল হত্যা : ৩ পুলিশ সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৭ নভেম্বর ২০১৫

সাভারে আশুলিয়ায় পুলিশ সদস্য মুকুল হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শিল্প পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। শনিবার দুপুরে শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল্লা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কনষ্টেবল মুকুলকে হত্যা ও নূরে আলমকে কুপিয়ে জখম করার সময় তারা কোন প্রতিরোধের চেষ্টা না করে পালিয়ে যায়। এ কারণেই কনষ্টেবল ইমরান আজিজ, আপেল মাহমুদ ও পিনারুজ্জামানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর (বুধবার) আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পুলিশ চেক পোষ্টে দূর্বৃত্তদের হামলায় মুকুল নামে শিল্প পুলিশের এক কনষ্টেবল নিহত হন। এছাড়া নূরে আলম নামে আরও একজনকে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা সেবা।

আল-মামুন/এএইচ/আরআইপি