ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের ছিনতাই হওয়া পিস্তল ৩ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ১১:২৪ এএম, ০৭ নভেম্বর ২০১৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুলিশের ছিনতাই হওয়া পিস্তল তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ১১টার দিকে কাজীপুর উপজেলার গোয়াঘাট এলাকা থেকে ছিনতাইকৃত পিস্তলটি উদ্ধার করে পুলিশ।

এর আগে সকাল ৮টার দিকে সরিষাবাড়ীর চরপোগলদিঘা এলাকার সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান পুলিশের কাছ থেকে পিস্তলটি ছিনিয়ে নেয়।

জানা যায়, সকাল ৮টার দিকে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ পোগলদিঘা ইউনিয়নের চরপোগলদিঘা গ্রামে আসামি হাফিজুর রহমান হাবুকে ধরতে যায়।

এ সময় হাফিজুর রহমান হাবুকে আটক কওে পুলিশ। আটকের পর হাতকড়া পড়ানোর সময় হঠাৎ করে হাবু এসআই আবু সাঈদের কোমড়ে থাকা পিস্তল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলার পার্শ্ববর্তী কাজীপুর উপজেলার গোয়াঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় ছিনিয়ে নেওয়া পিস্তলটি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এখনো হাফিজুর রহমান হাবুকে গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পিস্তলটি কাজীপুর উপজেলার গোয়াঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি