বরিশালে ইজতেমা শুরু ১০ ডিসেম্বর
তাবলিগ জামাতের বৃহত্তম জমায়েত টঙ্গীর বিশ্ব ইজতেমায় মুসল্লিদের দুর্ভোগ কমাতে এ বছর ঢাকার বাইরে ৩২টি জেলায় আগাম ইজতেমা অনুষ্ঠিত হবে। আর এসব মুসুল্লিরা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিবেন না।
অবশিষ্ঠ ৩২টি জেলা ও বিদেশি মেহমানদের নিয়ে টঙ্গীতে জানুয়ারি মাসে দুইটি ইজতেমা অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমার ঢাকার বাইরে ৩২টি জেলার মধ্যে অন্যতম হচ্ছে বরিশাল।
নগরীর নবগ্রাম সড়কে পশু প্রজনন কেন্দ্র কার্যালয়ের বিপরীত দিকে সরদার পাড়া সড়কে আগামী ১০, ১১ ও ১২ ডিসেম্বর বরিশাল জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।
সেখানকার একটি বিশাল কৃষিজমির কমপক্ষে ১০ একর জায়গা ইজতেমা আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে স্বেচ্ছাশ্রমে ওই জমি সংস্কারের কাজ শুরু হয়েছে। এছাড়াও বরিশাল বিভাগের বরগুনা ও পিরোজপুর জেলায় আগাম ইজতেমা অনুষ্ঠিত হবে।
বরিশালে ইজতেমার জন্য নির্ধারিত জমির মালিকরা জানান, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের জন্য ব্যক্তি মালিকানাধীন ওই কৃষি জমি ব্যবহারের অনুমতি দিয়েছেন সংশ্লিষ্ট জমি মালিকরা।
বরিশালে ইজতেমার আয়োজনকে স্বাগত জানিয়ে শুক্রবার সকালে নগরীতে শুভেচ্ছা মিছিল করেছেন তাবলিগ জামাতের মুসল্লিরা।
নগরীর চৌমাথা মারকাজ মসজিদের ইমাম মাওলানা মো. মহসিন জানান, প্রতিবছর জানুয়ারিতে দেশের ৬৪ জেলা এবং বিদেশি মেহমানসহ ২০ লক্ষাধিক মুসল্লিরা টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ নেয়।
সেখানকার মাঠে একসঙ্গে বিপুল পরিমাণ মুসল্লির সমাগমে ইজতেমা কার্যাক্রমে নানা বিঘ্ন ঘটে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবার দেশের ৩২টি জেলায় পৃথক ইজতেমার আয়োজন করা হচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যে বরিশালসহ ৩২ জেলার ইজতেমা সম্পন্ন হবে।
অবশিষ্ঠ ৩২ জেলার তাবলিগ মুসল্লিরা জানুয়ারিতে টঙ্গীর মূল ইজতেমায় অংশগ্রহণ করবেন। বরিশালে ১০, ১১ ও ১২ ডিসেম্বর ইজতেমা সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি হয়েছে বলেও জানান তিনি।
বরিশালের জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান জানান, বরিশালে ইজতেমার আয়োজকরা জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছেন। তাদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। এছাড়া ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে।
সাইফ আমীন/এআরএ/এমএস