ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৬ নভেম্বর ২০১৫

গাজীপুরের একটি বিনোদন কেন্দ্রে ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় তিন পুলিশকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে শুক্রবার সন্ধ্যায় তাদের প্রত্যাহার করা হয়।

এরা হলেন, জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল হক, দিলীপ চন্দ্র সরকার ও গোলাম মোস্তফা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১টার দিকে পূর্ব পরিচিত এক তরুণীর ফোন পেয়ে তরুবীথি কটেজে যায় মনিরুজ্জামান মন্ডল। সেখানে কেয়ারটেকার শাহীন, তরুনী নিলুফা ও অপর এক তরুণী অপেক্ষা করছিল। পরে তারা সবাই মিলে এক সঙ্গে মাদক সেবন করে। রাত ২টার দিকে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির এএসআই রিয়াজুল হক তরুবীথি কটেজে অভিযান চালায়।

পুলিশ আসতে দেখে মনিরুজ্জামান মন্ডলসহ অন্যরা দৌঁড়ে বনের ভিতরে পালিয়ে যায়। এক পর্যায়ে পুলিশ ধরে ফেললে মনিরুজ্জামান অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময়ে পুলিশ মনিরুজ্জামান ও তার সঙ্গে থাকা ওই নারীকে আটক করতে গেলে তার অবস্থা আরো খারাপ হয়।

পরে মনিরুজ্জামানের সঙ্গে থাকা ওই তরুণী পুলিশকে জানায়, মনিরুজ্জামান ভয়ে এমন করছে, আপনারা চলে গেলে সে ঠিক হয়ে যাবে। পরে পুলিশ তাদের ছেড়ে দিয়ে বিনোদন কেন্দ্র থেকে চলে যায়। রাতে ওই বিনোদন কেন্দ্রেই মনিরুজ্জামান মন্ডলের মৃত্যু হয়।

ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল হক, দিলীপ চন্দ্র সরকার ও গোলাম মোস্তফাকে প্রত্যাহারের নির্দেশ দেন। পরে তাদের গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, তিন এএসআইকে প্রত্যাহারের কথা শুনেছি। তবে হাতে এখনো কাগজপত্র আসেনি।
                        
আমিনুল ইসলাম/এআরএ/এমএস