ইসলামের নামে মানুষ হত্যাকারীরা মোনাফেক
ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তাদেরকে মোনাফেক বলে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব উপলক্ষে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইসদাইর এলাকায় অবস্থিত পৌর ওসমান স্টেডিয়ামে ধর্মালোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বৌদ্ধ ধর্ম মতে আমিত্ব (আমি, আমি) কথা ছেড়ে দিতে পারলে দেশের আর কোনো সাম্প্রদায়িক বিভেদ থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
স্পিকার আরো বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নির্মূলে ধ্বংস করার চেষ্টা করেছে। দেশকে পেছনে নিয়ে যেতে চেয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি কোন ধর্মে, কোন মতের, কোন রাজনীতিতে বিশ্বাস করেন তার প্রয়োজন নেই শুধু প্রশ্ন যে পর্যায়ে বর্তমানে আছেন তা কখনো স্বপ্ন দেখেছেন, কখনো কল্পনা করেছেন, কখনো ভেবে ছিলেন এ পর্যায়ে আসতে পারবেন সম্ভাবনা ছিল কি না। শুধু মাত্র শেখ হাসিনার জন্যই এ উন্নতি সফল হয়েছে।
তিনি বলেন, বৌদ্ধদের মতই মানব ধর্ম পরম ধর্ম। তার উপর কোন কিছুই না। কিন্তু তার পরিবর্তে আমরা নিজেদের স্ট্যাটাস টিকিয়ে রাখতে গাড়িতে, বাসে, ট্রেনে বোমা মারছি। মানুষ হত্যা করছি। যারা এ ইসলামের নামে মানুষ হত্যা করে তারা মুনাফেক। তারা কখনও ইসলাম ধর্মের হতে পারে না। তার মুসলিম না।
তিনি আরো বরেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু তৈরি করতে পিছিয়ে গিয়েছে কিন্তু আমরাই সেই পদ্মা সেতু প্রকল্প শুরু করেছি। যা আগামী ২০১৮ থেকে ২০ সালের মধ্যে মানুষ হেটে অথবা গাড়িতে চলাচল করতে পারবে। আর সেই শেখ হাসিনার অর্জনকে চূর্ণ বিচূর্ণ করার জন্য স্বাধীনতার বিপক্ষের শক্তিরা দেশে থেকে বিদেশ থেকে একের পর এক চক্রান্ত করে চলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (বিবিকেপিএস) এর সভাপতি ও ধর্মরাজিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিনা এলিজাবেথ লুংডেল, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রমুখ।
মো. শাহাদাৎ হোসেন/এসকেডি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ২ নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৩ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৪ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
- ৫ বুয়েটছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে