বর্ধমান বিস্ফোরণ : ত্রিপুরায় জামায়াত নেতা জাহাঙ্গীর গ্রেফতার
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি বাড়িতে বিস্ফারণের মামলার অন্যতম আসামি ও জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে ত্রিপুরা রাজ্য পুলিশ। শুক্রবার সকালে পশ্চিম ত্রিপুরার সোনামুড়া মহকুমার হিম্মতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভারতের কলকাতার সাংবাদিক সুব্রত আচার্য ত্রিপুরা রাজ্য পুলিশের বরাত দিয়ে জাগো নিউজকে জানান, বর্ধমান বিস্ফোরণ মামলার অন্যতম আসামি ও জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেনকে সকালে হিম্মতপুর থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট আদালতে তোলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বছরের গত ২ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গরে বর্ধমানের একটি বাড়িতে বিস্ফোরণে শামীম ওরফে শাকিল আহমেদ ও স্বপন ওরফে সুবহান মণ্ডল নামে দুই ব্যক্তি নিহত হন। তারা দুজনই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি শাখার সদস্য ছিলেন বলে দাবি করে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলো।
ওই বিস্ফোরণের পরে সেখান থেকে আমিনা বিবি ও রাজিরা বিবি নামে জঙ্গিবাদে প্রশিক্ষণপ্রাপ্ত দুই নারীকে গ্রেফতার করা হয়।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর