ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষ

প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০৬ নভেম্বর ২০১৫

ভোলা জেলা সদরের বাপ্তা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এখানে পদ প্রত্যাশী দুই গ্রুপ নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘাতে কম পক্ষে সাতজন আহত হয়েছেন।

তাদের মধ্যে সাব্বির হোসেনকে (৩০) ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বৃহস্পতি সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরে আওয়ামী লীগের সভাপতি আজাহার কালুর সভাপতিত্বে সম্মেলনে মো. হাসনাইনকে সভাপতি ও মো. লিটনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান  জহিরুল ইসলাম নকীব, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. আবু সায়েম, বিশেষ অতিথি বাপ্তা ইউনিয়ানের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, সম্মেলন প্রস্তুুত কমিটির যুগ্ম-আহ্বায়ক আবিদুল আলম আবিদ, মুজাহিদুল ইসলাম তুহিন, বাপ্তা ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহরুল কালু প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ভোলার বাপ্তা ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে পদ প্রত্যাশি হাসনাইন ও লিটন গ্রুপের সমর্থকরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসতে থাকনে। সভাপতি পদ প্রত্যাশী মোশারেফ হোসেন গ্রুপ সঙ্গে বসা ও মিছিলের নেতৃত্ব দেয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটির পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

অমিতাভ অপু/এমজেড/পিআর