ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে মাদক ও চাইনিজ কুড়ালসহ ইউপি সদস্য আটক

প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

বরিশাল নগরী থেকে বিপুল পরিমাণ মাদক ও চাইনিজ কুড়ালসহ সদর উপজেলার কর্ণকাঠীর ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিককে (৩৫) আটক করেছে পুলিশ। এসময় তার সহযোগী সেন্টুকেও (৩২) সেখান থেকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১০ পিস ইয়াবা, ১১ বোতল ফেনসিডিল, একটি করে বিয়ার, বিদেশি মদ ও দেশি মদ, একটি চাইনিজ কুড়াল এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর সিএন্ডবি ১ নম্বর পুল সংলগ্ন এলাকার সাবেক কমিশনার মোফাজ্জেল আলী খান মন্টুর ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। আটক সিদ্দিক কর্ণকাঠী এলাকার আলী হোসেনের ছেলে এবং সেন্টু ঝালকাঠী শহরের সিরাজুল হকের ছেলে।

কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার (এসি) আনসার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মন্টু খানের বহুতল ভবনের ভাড়াটিয়া কর্ণকাঠীর ইউপি সদস্য সিদ্দিকের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাদকদ্রব্য ও একটি চাইনিজ কুড়াল এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকাসহ সিদ্দিক ও তার সহযোগী সেন্টুকে আটক করা হয়।

এলাকার একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। আর তার মদদদাতা ছিল মেট্রো ডিবি পুলিশের বিতর্কিত এসআই চিন্ময় মিত্র। বিভিন্ন সময়ে জব্দ হওয়া মাদক চিন্ময় তাকে সরবারহ করতেন।

সেই মাদক বিক্রি করে আসছিলেন সিদ্দিক। এরসঙ্গে সিদ্দিকও বিভিন্ন মাধ্যমে ইয়াবা ও ফেনসিডিল এনে তা বিক্রি করতেন। এসআই চিন্ময়ের কারণে এতদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিরেন ইউপি সদস্য সিদ্দিক।

বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সম্প্রতি চিন্ময়কে শাস্তিমূলক বরিশাল থেকে ঢাকা শিল্প পুলিশে বদলি করা হয়। এরপরও তিনি মেডিকেল ছুটি নিয়ে নগরীতে থাকা তার ৫/৬টি মাদক স্পট দেখাশুনা করতেন বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

সাইফ আমীন/বিএ