ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

বরিশাল নগরীর বাজার রোড এলাকার তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছনে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় চার মণ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রউফ মিয়ার নেতৃত্বে ও পরিবেশ অধিদফতর এবং পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদফতরের বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস জানান, বাজার রোডে গুদামে পলিথিন ব্যাগ মজুদ রয়েছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

এসময় মো. কাঞ্চন আলী মিয়ার মীর ব্রাদার্সের গুদামে পলিথিন রাখায় তাকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়। পাশাপাশি পলিথিন রাখার দায়ে তালুকদার বাণিজ্যালয়ের সত্ত্বাধিকারী রিপন খানকে দুই হাজার এবং সামি স্টোরের হুমায়ুন কবিরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সাইফ আমীন/বিএ