ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আবারও গণ-আন্দোলনের দানা বাঁধছে ফুলবাড়ীতে!

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পৌর মেয়র মুরতুজা সরকার মানিকসহ ১৯ জন আন্দোলনকারী নেতার নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন ফুলবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার এই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানা পুলিেশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ২৭ নভেম্বর বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির প্রধান গেরি অ্যান লাই ফুলবাড়ী অফিসে এসে স্থানীয় এশিয়া এনার্জির পক্ষে থাকা কতিপয় ব্যক্তিদের সঙ্গে গোপন বৈঠক করেন। এ সময় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি বাস্তবায়নের বিরুদ্ধে আন্দোলনকারী তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা ও ফুলবাড়ীর অরাজনৈতিক পেশাজীবী সংগঠন যৌথভাবে এশিয়া এনার্জির অফিস ঘেরাও করে।

তখন উত্তেজিত জনতা এশিয়া এনার্জির বাইরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় গত ২০১৪ সালের ৮ ডিসেম্বর এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা বাদী হয়ে পৌর মেয়র মুরতুজা সরকার মানিকসহ আন্দোলনকারী ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার আসামিরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান, আন্দোলনকারী অন্যতম নেতা এমএ কাইয়ুম, প্রভাষক জারজিস আহম্মেদ, কমল চক্রবর্তী, সফিকুল ইসলাম শিকদার ও সনজিত প্রসাদ জিতুর নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে দিনাজপুর ম্যাজেস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি গত ২০১৪ সালের ১৪ ডিসেম্বর ফুলবাড়ী থানায় রেকর্ড করা হয়। যার মামলা নং-৬।

মামলাটি দীর্ঘ তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম এজাহারভুক্ত আসামি ১০ জন ছাড়াও আরও ৯জনের নাম উল্লেথ করে বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন, কাঁটাবাড়ী গ্রামের জহরলাল গুপ্তের ছেলে সঞ্জয় গুপ্ত (৪০), একই এলাকার মৃত তহিদ আনছারীর ছেলে নুরুজ্জামান বাবু (৩০), মৃত আব্দুল জব্বারের ছেলে হামিদুল হক (৫০), পশ্চিম গৌরীপাড়া গ্রামের ডা. সৈয়দ আবুল মসউদের ছেলে সৈয়দ রাহানুল হক জামি (৫০), আব্দুল হালিম বক্সের ছেলে সোবহান (৫০), আব্দুস সাত্তারের ছেলে মেহেদী হাসান হিরা (৩৫), আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (৩৫), ওয়াহেদুর রহমানের ছেলে মিলন (৩৫) ও ডাঙ্গাপাড়া গ্রামের আফতাবুজ্জামানের ছেলে মোশারফ হোসেন বাবু (৪৬)।

এদিকে এশিয়া এনার্জির দায়েরকৃত মামলায় আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে অভিযোগপত্র দাখিল করায় আবারও গণ আন্দোলনের ডানা বেঁধে উঠেছে ফুলবাড়ীতে। শহর জুড়ে একই আলোচনা চলছে কিভাবে আন্দোলন সফল করা হবে।

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান বলেন, জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয়ার জন্য জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকে দমাতে গিয়ে মিথ্যা মামলায় আন্দোলনকারী নেতাদের নামে এই মিথ্যা অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু বলেন, রাষ্ট্র বিদেশিদের পক্ষ নিয়ে দেশীয় সম্পদ লুণ্ঠনের যে চক্রান্ত করছে এই চার্জশিট তারই একটি অংশ।

এদিকে ফুলবাড়ী পৌর এলাকার সাধারণ জনগণ বলছেন আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা আন্দোলনকারী তাদেরকে পৌর নির্বাচনে নির্বাচন করার অসুবিধা সৃষ্টি করার কারণে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এমজেড