ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটির প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৫ নভেম্বর ২০১৫

কৃত্য পেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলা ও উপজেলা পর্যায়ে ইউএনও কর্তৃক বেতন বিলে স্বাক্ষরের বিধান বাতিল এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে প্রকৃচি বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ সমাবেশ শেষ হয়।   

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে সংগঠনের জেলা সভাপতি ডা. ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা, বিএম কলেজের অধ্যক্ষ স.ম. ইনামুল হাকিম, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ শীর্ষ সরকারী কর্মকর্তারা।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী এরশাদ সরকারের সময় উপজেলা পর্যায়ে ইউএনও কর্তৃক বেতন বিলে স্বাক্ষরের বিধান করা হয়েছিল। ১৯৯০ সালের আগে ডা. মিলনের রক্তের বিনিময়ে এরশাদ সরকার গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়।
কিন্তু বর্তমান সরকারের মধ্যে ঘাঁপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা সরকারকে বিভ্রান্ত করে শুধুমাত্র শব্দ চয়ন পরিবর্তন করে আবার সেই বিধান চালুর পায়তারা করছে।

এতে সরকারকে বেকায়দায় ফেলাসহ ২৬ বিসিএস ক্যাডারদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। তাই অনতিবিলম্বে গণবিরোধী এ বিধান বাতিলের দাবি জানান তারা।

সাইফ আমীন/এআরএ/আরআইপি