পদ্মা নদী উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন
রাজশাহীর পদ্মা নদীর উন্মুক্ত বিনোদন কেন্দ্র লিজ দেয়ার প্রতিবাদে নগরীতে মানববন্ধন করেছে এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন (আই) নামে একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি গোলাম নবী রনিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিতি ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, রাজশাহী মহানগরীর পদ্মার ধারে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ নির্মল বিনোদনের আশায় ছুটে যায়। কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন বাণিজ্যিক ভিত্তিতে লিজ দেয়ার কারণে সেই বিনোদন থেকে নগরবাসী বঞ্চিত হবে। অবিলম্বে লিজ বাতিল করে সর্ব সাধারণের জন্য বিনোদন কেন্দ্রটি উন্মুক্ত করার আহ্বান জানানো হয়।
শাহরিয়ার অনতু/এসএস/পিআর