ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধনবাড়ীতে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০২:৪৬ এএম, ০৫ নভেম্বর ২০১৫

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার রাত প্রায় ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মধুপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এসকে তুহিন জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ধনবাড়ীর পার্শ্ববর্তী উপজেলা মধুপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা অব্যাহত রাখে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানের মধ্যে হার্ডওয়্যার ও রং এর দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে পার্শ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর আগুন  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরো জানান, আগুনে ১১টি দোকান ভস্মীভূত হয়। এর মধ্যে একটি কনফেকশনারি, একটি টেলিকম স্টোর, দুটি হার্ডওয়্যার ও রং এর দোকান, দু’টি টিনের দোকান, একটি কৃষি বীজের দোকান, একটি সাইকেল ও রিকশার পার্টসের দোকান ও তিনটি ফলের দোকান রয়েছে। এ সময় পাশের তিনটি ভবনেও আগুন লেগে যায় বলে জানা গেছে। তবে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ কোটি টাকা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অধ্যাপক মীর ফারুক আহমাদ, ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.  তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ফিরোজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসএস/পিআর