ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৫ নভেম্বর ২০১৪

হত্যা মামলায় আপন দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. এহ্সানুল হক এ রায় দেন। এছাড়া দুই ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাগরপুর উপজেলার শালিনাপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে জাকির হোসেন ও মো. আব্দুল্লাহ আল মামুন।

মামলার অপর চার আসামি লিটন মিয়া, আব্দুল মান্নান, আতাউর রহমান ও মজিবর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১ অক্টোবর রাতে একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. নাজমুল খুন হন। পরদিন ভোরে বাড়ির কাছে স্কুলের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওইদিন তারা মিয়া বাদী হয়ে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।