ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে অবৈধ কারেন্ট জাল ও পলিথিন উদ্ধার

প্রকাশিত: ১১:০৯ এএম, ০৪ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশন এলাকা থেকে এক লাখ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২শ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে বুড়িগঙ্গা থেকে উদ্ধারের পর বুধবার দুপুরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড স্টেশন পাগলা স্টেশনের কমান্ডার লেফট্যান্যান্ট এম নাসির উদ্দিন জাগো নিউজকে জানান, টিম লিডার এম নুরুজ্জামানের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাতে পাগলা বাজারের অদূরে পানগাঁও কন্টেইনার টার্মিনাল জেটির কাছে বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে `এম ভি মানিক-৫` যাত্রীবাহী লঞ্চ থেকে মালিক বিহীন অবস্থায় কারেন্ট জাল ও পলিথিন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী উপস্থিতিতে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর