ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বি.বাড়িয়ায় পুলিশের গাড়ি খাদে : ক্লোজড ২, আটক ৬

প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৪ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ও গাড়ি চালক কনস্টেবল আবুল বাশারকে ক্লোজড করা হয়েছে। বুধবার দুপুরে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ তাদের ক্লোজড করেন।

এছাড়া দুর্বৃত্তদের ব্যবহৃত কালো রঙের সেই প্রাইভেটকারটিকেও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- কাজী মোশাররফ (৫৫), কাজী হোসেন (২৫), মো. রায়হান (২০), স্বপন (২৫), শাহীন (২৮) ও আমির (২৪)।

এদিকে এ ঘটনা তদন্তে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) মো. শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া মঙ্গলবার রাতে জাগো নিউজকে জানান, মাদকের বড় চালান নিয়ে একটি প্রাইভেটকার ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার সুহিলপুর থেকে প্রাইভেটকারটিকে ধাওয়া করে। রাত সাড়ে ১০টার দিকে পুলিশের গাড়িটি ঘাটুরা আসামাত্র প্রাইভেটকারটিতে থাকা দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পুলিশের গাড়িটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এ ঘটনায় গাড়িতে থাকা এসআই আবদুল আউয়াল, গাড়ি চালক ও কনস্টেবল আবুল বাশার, মিঠুন চন্দ্রনাথ, আরিফুল ইসলাম ও শরীফুল নামে পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে তাদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জাগো নিউজকে জানান, দুর্বৃত্তদের ব্যবহৃত কালো রঙের সেই প্রাইভেটকারটিকে সদর উপজেলার ঘাটুরার জনৈক কাজী নাহিদের বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে কাজী নাহিদ রাতে ওই প্রাইভেটকারটিতে ছিলেন। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

আরও পড়ুন