ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ষষ্ঠ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনে

প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৪ নভেম্বর ২০১৫

এবার গোপালগঞ্জে ষষ্ঠ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। গোপালগঞ্জ জেলা প্রশাসন নিজস্ব উদ্যোগে এই সফটওয়ার তৈরির কাজ শেষ করেছে। এতে পরীক্ষা শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে অভিভাবকদের মুঠোফোনে ফলাফল চলে যাবে।

ভর্তি পরীক্ষায় দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ করতে শিক্ষার্থীরা মেধাক্রম অনুসারে জেলার ভালো স্কুলগুলোতে ভর্তির সুযোগ পাবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ পৌর এলাকার সরকারি-বেসরকারি ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে।

পরীক্ষার্থীদের একবার আবেদন করতে হবে। একই দিন একই প্রশ্নপত্রে সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এতে অভিভাবকদের অর্থের সাশ্রয়ও হবে। ভর্তি প্রক্রিয়া সমন্বিতভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন এ ব্যতিক্রমধর্মী  উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য জেলাতে এ কার্যক্রম চালু করলে ভর্তি পরীক্ষায় দুর্নীতি ও স্বজনপ্রীতি কমবে। দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করায় তদবির শূন্যের কোঠায় নেমে আসবে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কা থাকবে না। অন্য কেউ চাইলে সফটওয়ারটি ব্যবহার করতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদের রয়েলিটি দিতে হবে।

হুমায়ূন কবীর/এসএস/আরআইপি