তাজউদ্দীন আহমদের নামে ডায়াবেটিক সেন্টার
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতার স্মরণে জেলহত্যা দিবস পালিত হয়েছে। পরে তাজউদ্দীন আহমদের নামে ডায়াবেটিক সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মঙ্গলবার কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মুহম্মদ শহীদুল্লার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ খান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কায়সার আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
পরে উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া তাজউদ্দীন আহমেদ স্মরণে কাপাসিয়া সদর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের পার্শ্বে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ডায়াবেটিক সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালনায় এলাকার ডায়াবেটিক রোগিদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ৮০ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রস্থ চার তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হবে। ডায়াবেটিক সেন্টার নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করবেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কায়সার আহমেদ।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি