ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাপাসিয়ায় সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না যাওয়ার নির্দেশ

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার পর বাড়ির বাইরে ঘুরাফেরা ও আড্ডা দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) কাপাসিয়া উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমত আরা স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধকল্পে কাপাসিয়া উপজেলাধীন চায়ের দোকান, হোটেল/রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের বিনোদন পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তার মোড় ইত্যাদি স্থানে স্কুল ও কলেজগামী কিশোর/কিশোরীদের সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেয়া থেকে বিরত থাকার জন্য বলা হলো। এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

jagonews24

শিহাব খান/আরএআর/এমএস