ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে জামায়াতের ৪ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ১০:০৭ এএম, ০৩ নভেম্বর ২০১৫

রাজশাহী মহানগরীতে মুক্তিযোদ্ধার বাড়ি পোড়ানো, নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মতিহার থানাধীন বিনোদপুর ও কুখন্ডি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পবার হরিয়ান ইউনিয়ন জামায়াতের আমীর নজরুল ইসলাম, কুখন্ডী ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, কর্মী ইউনুস আলী ও আবদুল মতিনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বাড়ি পোড়ানো, নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে। পরে মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাহরিয়ার অনতু/এসএস/পিআর