ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে হানিফের কুশপুতুল দাহ

প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৩ নভেম্বর ২০১৫

প্রগতিশীল লেখক, ব্লগার ও প্রকাশক হত্যার প্রতিবাদে দেশব্যাপী গণজাগরণ মঞ্চের অর্ধদিবস হরতাল চলাকালে রংপুরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফের কুশপুতুল দাহ করেছে জাসদ ছাত্রলীগ। জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফীন দীপন হত্যাকাণ্ডের পর তার বাবাকে ঘিরে হানিফের দেয়া ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১ টার দিকে নগরীর প্রেসক্লাব চত্বরে তার কুশপুতুল দাহ করা হয়।

এর আগে হরতালে সমর্থনে গণজাগরণ মঞ্চের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- নগর জাসদের সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাসদ (ছাত্রলীগ) মহানগর শাখার সভাপতি ওসমান গনি, গণজাগরণ মঞ্চের রংপুর জেলা সমন্বয়কারী রফিকুল হাসান রকেট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহবায়ক ছাদেক হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে হানিফের রাজনীতি নিষিদ্ধ করাসহ দীপন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতাল রংপুরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও যান চলাচল ছিল স্বাভাবিক।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জিতু কবীর/এসএইচএস/এমএস