ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জ্বর-শ্বাসকষ্টে সাতক্ষীরায় ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল ৮টার মধ্যে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার ওমর হোসেনের স্ত্রী তাহমিনা খাতুন (৫৫), তালা উপজেলার মাগুরা বারুইপাড়া এলাকার মৃত শমসের আলীর স্ত্রী রিজিয়া খাতুন (৭০), শ্যামনগর উপজেলার চাঁদখালী পাতড়াখোলা গ্রামের হারাণ মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল (৭৮) ও সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকার রাশেদুলের ছেলে আব্দুল মজিদ (২৪)।

এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০০ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃতদের মরদেহ দাফন ও সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ