ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এভাবে খুন করে মুক্তচিন্তা বন্ধ করা যাবে না

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০২ নভেম্বর ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, দীপন আমার ঘনিষ্ঠজন, সে মুক্তচিন্তা আর মুক্তবুদ্ধির প্রসার চেয়েছিল তাই তাকে মৌলবাদী শক্তি হত্যা করেছে। এভাবে খুন এবং আক্রমণ করে মুক্তচিন্তার স্রোতকে বন্ধ করা যাবে না, মুক্তবুদ্ধির প্রচার, প্রসার এবং চর্চা অব্যাহত থাকবেই। অন্ধকারের বিরুদ্ধে আলো জয়ী হবেই।

প্রগতিশীল লেখক-প্রকাশকদের উপর অব্যাহত মৌলবাদী হামলা এবং জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় শাবিপ্রবি ক্যাম্পাসে এক প্রতিবাদী আলোক মিছিল অনুষ্ঠিত হয়।

`বিক্ষুব্ধ শাবি পরিবার` ব্যানারে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ আলোক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ প্রগতিশীল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবন থেকে এ আলোক পদযাত্রা শুরু হয়। পরে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে চেতনা একাত্তরের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তা সমাপ্ত হয়।

এর আগে একই ইস্যুতে বেলা সাড়ে ১২টায় `বিক্ষুব্ধ শাবি পরিবারের` উদ্যোগে এক প্রতিবাদী মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন, শাবির উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইঁয়া, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, প্রভাষক সোহেল রানা প্রমুখ।

দুপুরের সমাবেশে বক্তাগণ বর্তমান পরিস্থিতিতে সরকারের নির্লিপ্ত ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে দীপনের খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

বক্তাগণ আরো বলেন, দেশে মৌলবাদী জঙ্গিগোষ্ঠির উত্থান এবং মুক্তচিন্তার উপর পরিকল্পিত ও ধারাবাহিক আক্রমণ পক্ষান্তরে মুক্তিযুদ্ধের চেতনার উপরেই আঘাত হানে।

ছামির মাহমুদ/এআরএ/পিআর