ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নকল সরবরাহ করতে গিয়ে স্কুলছাত্র আটক

প্রকাশিত: ০৩:০১ পিএম, ০২ নভেম্বর ২০১৫

বরিশালের বানারীপাড়া উপজেলায় জেএসসি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহ করতে গিয়ে তাইম মোল্লা নামে এক স্কুলছাত্র আটক করেছে পুলিশ। সোমবার দুপুর পৌনে ১টার দিকে বানারীপাড়া কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক তাইম বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাচ্চু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই তাইম নকল সরবরাহ করে আসছিল। এক পর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে তাকে আটক করে পুলিশ।

তবে বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, তাইম মানসিক ভারসাম্যহীন বলে তার স্বজনরা দাবি করেন। এর প্রেক্ষিতে তাইমকে কান ধরে উঠ বস করিয়ে ছেড়ে দেয়া হয়।

এদিকে, জেএসসি ও জেডিসির পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র থেকে প্রশ্নপত্র বাহিরে বের করে ফটোকপি করে উত্তরপত্র পরীক্ষার হলে সরবরাহ করা হচ্ছে- এ রকম অভিযোগ ওঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোর্শেদ আলী পরীক্ষা চলাকালে সকল ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশ দেন।

সাইফ আমীন/এআরএ/পিআর