ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশে মানুষের নিরাপত্তা নেই

প্রকাশিত: ০১:০০ পিএম, ০২ নভেম্বর ২০১৫

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশ এখন একটি মৃত্যুকূপ। দেশে আইনের শাসন নেই, মানুষের নিরাপত্তা নেই, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। চারিদিকে খুন আর ধর্ষণ। এর কারণ সুশাসনের অভাব। এই ধরনের গণতন্ত্র আমরা চাই না।

সোমবার বিকেলে নাটোর এনএস সরকারি কলেজ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে প্রকাশক ফয়সাল আরেফিন দিপনকে হত্যা করা হয়েছে। তার বাবা বলেছেন, বিচার চাই না। বিচার পাবো না। সরকারের দুঃশাসন ও বিচারহীনতার কারণে সব শেষ হয়ে যাচ্ছে। সমস্ত দেশ আজ অনিশ্চিত অবস্থা বিরাজ করছে। আগামীতে কি হবে এই নিয়ে মানুষ আতঙ্কিত।

নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মজিবর রহমান সেন্টুর সভাপতিত্বে  সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদের, সুনীল শুভ রায়, ফয়সাল চিশতি প্রমুখ।

রেজাউল করিম রেজা/এআরএ/পিআর