ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় করোনায় শিশুসহ দুইজনের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ ঘণ্টায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ডা. মো. মুন্সি রেজা সেকান্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর এলাকার বাসিন্দা জয়ন্ত সরকারের তিন বছরের ছেলে বন্ধন করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়াও যশোরের অভয়নগর উপজেলার আমজাদ মোল্লার ছেলে মোতাহার গত ৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার ((৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় খুলনায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

আলমগীর হান্নান/আরএআর/এমকেএইচ