ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লেখক, প্রকাশক ও ব্লগার হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৯:১৮ এএম, ০২ নভেম্বর ২০১৫

লেখক, প্রকাশক ও মুক্তমনা ব্লগারদের হত্যার প্রতিবাদ এবং হত্যাকরীদের সনাক্ত করে দ্রুত বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১, প্রগতিশীল সংগঠনসমূহ ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বরগুনা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি মো. আনোয়ার হোসেন মনোয়রের সভাপতিত্বে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মতিয়ার রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির বরিশাল এর সভাপতি মো. আমিনুর রহমান, লোকবেতারের স্টেশন ম্যনেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন হাওলাদার প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার এবং লেখক ও প্রকাশকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

সাইফুল ইসলাম মিরাজ/এসএস/এমএস