গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ৩ জন আহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে বরিশাল-গৌরনদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক মো. রাসেল (৩০) কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তিনি গৌরনদী উপজেলার হাপানিয়া এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ।
আহত মোটরসাইকেলের চালক আবিরের (২২) বাড়ি উজিরপুর উপজেলার শোলক এলাকায়। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, ভ্যানচালক মো. রাসেল যাত্রী নিয়ে মাহিলাড়া থেকে গৌরনদী যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ভ্যানচালক রাসেল। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এছাড়া ভ্যানের যাত্রী ও মোটরসাইকেল চালকসহ তিনজন আহত হয়। আহতদেরও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ব্যাপারে অভিযোগ দিলে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাইফ আমীন/এসএস/পিআর